ইরান-ইরাক সীমান্তে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত একজনের। আহত হয়েছে আরও ৫৮ জন।
স্থানীয় সময় রোববার ভোরে, ইরানের কিরমানশাহ শহরে, ভূপৃষ্ঠের মাত্র ছয় মাইল গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ফলে কম্পনের তীব্রতা ছিলো বেশি। কম্পন অনুভূত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও।
ভূমিকম্পের উৎপত্তি কিরমানশাহ হলেও পাশের তাজিহাবাদ শহরে বেশিরভাগ মানুষ হতাহত হয়। ভূমিকম্পটির পর তিন মাত্রার দু’টো আফটারশকের কথাও জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস। গেলো নভেম্বরে এ অঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় সাড়ে ৫শ’ মানুষের।
Leave a reply