তুরস্কে কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৫

|

ছবি : সংগৃহীত

তুরস্কের একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) সকালে রাজধানী আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির ডিনামাইট বিভাগের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এতে মৃত্যু হয় ভেতরে থাকা শ্রমিকদের। দগ্ধ ও আহত হয়েছে অনেকে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি ভবনও। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ছড়িয়ে পড়া আগুন। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়েনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এক বিবৃতিতে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply