পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সারোয়ার সায়েম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নিখোঁজ হওয়া স্থানের পাশে তার লাশ ভেসে ওঠে। পরে সেটি উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় জেলেরা।

সায়েমের বাড়ি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকায়। উদ্ধারের পর সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে খন্দকার রিফাত নামে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় মাঝিরা।

জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীরা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার (১০ জুন) সকাল ১১টার দিকে তারা ৯ বন্ধু শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রিফাত ডুবে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করতে যান সায়েম। এ সময় তিনিও ডুবে যান।

পরে তাদের অন্য বন্ধুরা ৯৯৯ নম্বরে কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের মোট পাঁচজন ডুবুরি কাজ করছে। সাথে স্থানীয় মাঝি ও এলাকাবাসী তাদের সহযোগিতা করছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply