ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল, নিহত ২৫

|

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার (১০ জুন) খাইবার পাখতুনখোয়ায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। আহত প্রায় দেড়শ’জন। খবর সামা নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ দিন তীব্র ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির কবলে পড়ে প্রদেশটির বেশির ভাগ এলাকা। বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় বিধ্বস্ত হয় অন্তত ৬৯টি বাড়িঘর। উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। ধসে পড়েছে দেয়াল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিধ্বস্ত ঘরবাড়ি কিংবা গাছপালার নিচে চাপা পড়ে, শিলার আঘাতসহ আরও নানা কারণে হয় হতাহতের ঘটনা। প্রাণহানি বাড়ার শঙ্কাও রয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশাল এলাকা। গত বছর বন্যার জেরে ১৭শ’য়ের বেশি মানুষের মৃত্যু হয় পাকিস্তানে। ক্ষতিগ্রস্ত হয় ৩ কোটি ৩০ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাজেটে ১ দশমিক তিন বিলিয়ন ডলার বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply