জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান: আইনমন্ত্রী

|

ছবি: আইনমন্ত্রী আনিসুল হক

জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দলটিকে সমাবেশের অনুমতি কোন বিবেচনায় দেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, জাতীয় পার্টিকে সরিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতকে সমাবেশ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত কোনোভাবেই সাংঘর্ষিক নয়। জামায়াতের মামলার চূড়ান্ত রায় না হওয়া অবধি দলটিকে নিষিদ্ধ বলা যাবে না।

আইনমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো যতদিন চলবে, ততদিন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের কার্যক্রম চলবে। এখনও যেই পরিমাণ মামলা সেখানে রয়েছে, তাতে আরও ১০-১৫ বছর এর কার্যক্রম চলবে।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, দেশেই তার সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply