পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্কট মরিসনের নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়ের মধ্যেই আজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বিশপ। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনও অনিশ্চিত।
শুক্রবার লিবারেল পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী হিসেবে অব্যাহতি নেন ম্যালকম টার্নবুল। এরপরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম লেখান ৬২ বছর বয়সী বিশপ। যদিও বাদ পড়েন প্রথম ধাপেই। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও জানাননি তিনি। তবে পদত্যাগ করলেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নিজ এলাকার মানুষের জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিশপ।
Leave a reply