সয়াবিন তেলের দাম কমলো

|

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা এবং পামতেল লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১১ জুন) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

সভায় ভোজ্যতেল ও চিনির দামের নানা দিক বিশ্লেষণ করেছেন ব্যবসায়ী নেতারা। এ সময় বাণিজ্য সচিব স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহ্বান জানান। বলেন, সরবরাহ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ঈদুল আযহাকে সামনে রেখে পণ্যের মজুদ ও আমদানি পরিস্থিতি তুলে ধরা হয়। উঠে আসে বিশ্ববাজারের সঙ্গে স্থানীয় বাজারের দামের তারতম্যের বিষয়টি। জানানো হয়, চিনির দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।

সভায় পেঁয়াজের আমদানি পরিস্থিতি নিয়েও আলোচনা চলে। এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, আমদানি বন্ধ থাকলে ব্যবসায়ীরা সুযোগ নেয়ার চেষ্টা করেন। আমদানি উন্মুক্ত করে দেয়া হয়েছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply