খেরসনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে ব্রিটেন। কিয়েভকে ২০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।
এ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বন্যার কারণে উদ্বাস্তু হওয়া বাসিন্দাদের পাশাপাশি সম্মুখ যোদ্ধা এবং আটকে পড়াদের সহায়তা করা হবে এই অর্থের মাধ্যমে। এর পাশাপাশি ওষুধ, খাবারসহ উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়।
মূলত নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরণের ফলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় খেরসনের বিস্তীর্ণ এলাকা। এতে বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা, নিহত হয়েছেন ৫ জন। বিভিন্ন মানবিক সংস্থা বলছে, দ্রুত সেখানকার বাসিন্দাদের খাবার, পানি এবং ওষুধ সরবরাহ করা প্রয়োজন। সেই ডাকে সাড়া দিয়েই এগিয়ে এলো ব্রিটেন।
এসজেড/
Leave a reply