কে-পপ জগতের শীর্ষস্থানীয় বয় ব্যান্ড হলো বিটিএস। গত বছর বিরতি নিয়েছিল জিমিন-সুগারা। তবে আরও একবার একসাথে তাদের দেখা গেছে পর্দায়। ‘টেক টু’ গানের মাধ্যমে ভক্তদের ধন্যবাদ দিতেই আরও একবার ফিরে এসেছে আরএম-ভিয়ের দল। আর এসেই রীতিমতো রেকর্ড তৈরি করেছে বিশ্ববিখ্যাত এই ব্যান্ড। খবর পিংকভিলার।
এরই মধ্যে স্পটিফাইয়ে সবচেয়ে বেশিবার শোনা ৫০ গানের তালিকার শীর্ষে উঠে এসেছে ‘টেক টু’। বিটিএসের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে গত শুক্রবার গানটি প্রকাশ করা হয়। প্রকাশের দুই দিনের মধ্যেই স্পটিফাইয়ে গানটি ৭০ লাখেরও বেশিবার শোনা হয়েছে।
ইউটিউবেও শোরগোল মাতিয়ে রেখেছে বিটিএস। দুই দিনেই ইউটিউবে গানটির ভিউ ৯০ লাখ ছাড়িয়ে গেছে। এমনকি গানটি এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকার তৃতীয় অবস্থানে আছে। গানটির প্রযোজনা করেছেন বিটিএস সদস্য সুগা আর সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ। তারা ছাড়াও বাকি সদস্যরাও নানাভাবে গানটির সাথে সংযুক্ত। এক দশক ধরে বিটিএসের পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতেই গানটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক।
গত বছরের জুনে একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন আরএমরা। ওই বছরের জুনেই প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে একসাথে। বিরতি নেয়ার পরই প্রথম একক অ্যালবাম ‘ফেস’ প্রকাশ করেছেন জিমিন। সুগার প্রথম একক অ্যালবাম ‘ডি-ডে’ প্রকাশিত হয়েছে গত এপ্রিলে। আরেক সদস্য ভি সামনে এনেছেন ‘মে বি’ শিরোনামের গানটি।
বলতেই হয়, বিটিএস ছাড়াও তারা যে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই সমস্ত একক গানে। দর্শকরা তাদের সমানভাবে আপন করে নিয়েছেন।
এসজেড/
Leave a reply