রাত পোহালেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। সোমবার নগরীর ভোটাররা ১২৬ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে, ১০৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।
নির্বাচনের আগের দিনও বরিশালের ঐতিহ্যবাহী সেরনিয়াবাত পরিবারের কোন্দল মেটার আভাস পাওয়া যায়নি। ভোটের আগের দিন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত সংবাদ সম্মেলনে সরাসরি না বললেও তার বক্তব্যে পরিষ্কার হয়েছে স্থানীয় আওয়ামী লীগে বিভেদের কথা। অপরদিকে, নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন জাতীয় পার্টি প্রার্থী প্রার্থী ইকবাল হোসেন তাপস। তবে লাঙ্গলের প্রার্থী নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম জানান, পরিবেশ ভালো।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
নানা সমীকরণের মাঝে যখন প্রার্থীরা শেষ মুহূর্তের হিসাব মেলাতে ব্যস্ত তখন কড়া অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে ১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ ৪ জন পুলিশ সদস্য দেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন র্যাব- ৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসানও।
Leave a reply