আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম’র ব্যবহার নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। ইভিএম ব্যবহারে করণীয় কী হবে, আইনের কোথায় কোথায় সংশোধনী প্রয়োজন হবে তা ৩০ আগস্ট কমিশনের পরবর্তী সভায় আলোচনা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও নিয়ে পূর্ব নির্ধারিত সভা শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনে অনুষ্ঠিত সভায় কমিশনার ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশোধনী চূড়ান্ত না হলে বর্তমান আদেশেই নির্বাচন হবে বলে জানান কমিশনার রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, পরবর্তী বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশের কোন কোন ধারা সংশোধন করা যাবে এবং সংসদের সবশেষ অধিবেশনে সেটি পেশ করা যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে, আইনের কোন কোন ধারায় সংশোধনী আনতে হবে সেটি নিয়েই মূল আলোচনা হবে।
Leave a reply