বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোট প্রদানে বাধা প্রদানের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেছেন, আওয়ামী লীগের ছেলেরা কাজীপাড়ায় ২২ নম্বর ওয়ার্ডে সব মহিলাদের ফিরিয়ে দিচ্ছে।
সোমবার (১২ জুন) সকাল ৮টায় গোরস্থান রোড মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, সকালেই ফোন পেয়েছি সাড়ে ৭টায়। আওয়ামী লীগের ছেলেরা ২২ নম্বর ওয়ার্ডে কাজীপাড়ার সব মহিলাদের ফিরিয়ে দিচ্ছে। বলছে, আপনাদের ভোট দেয়ার দরকার নাই। বিষয়টি আমি বিজিবি প্রধান ও পুলিশ কমিশনার সাহেবকে জানিয়েছি। তারা ফোর্স পাঠিয়েছেন।
ইভিএমে ভোট দেয়া নিয়ে বিড়ম্বনার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখানে আসলাম ভোট দিতে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। প্রিজাইডিং অফিসার তার ক্ষমতাবলে ওপেন করে দিয়েছেন। এরপর আমি ভোট দিয়েছি।
সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেয়ার কথা জানান তিনি। বলেন, যদি দেখি কোথাও কোনো অন্যায় হচ্ছে না, তাহলে ভোটের ফল যাই হোক না কেন আমরা মেনে নেব।
/এম ই
Leave a reply