চোটের কারণে অস্ট্রিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে শঙ্কায় ডি ব্রুইনা

|

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অস্ট্রিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে অনিশ্চিত বেলজিয়াম জাতীয় দলের অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই মিডফিল্ডারকে। খবর টেলিগ্রাফের।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ডি ব্রুইনা। রড্রির একমাত্র গোলের জয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার আনন্দে ভাসে তার দল ম্যানচেস্টার সিটি। তবে ডি ব্রুইনার ওই উচ্ছ্বাসের মাঝেও লুকিয়ে ছিল হতাশা। তার চোটের ধরন বুঝতে এই সপ্তাহে একটি স্ক্যান করা হবে।

২০২৪ ইউরো বাছাইয়ে অস্ট্রিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দুটি যে তিনি মিস করতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন ডি ব্রুইনা। অস্ট্রিয়ার বিপক্ষে হতে পারতো তার শততম ম্যাচ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply