বেসিক ব্যাংক সংশ্লিষ্ট ৫৯টি মামলায় আবদুল হাই বাচ্চুকে অভিযুক্ত করে ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে সোমবার (১২ জুন) দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, কোনও চাপে নয়, স্বাধীনভাবে তদন্ত শেষে দুদক আব্দুল হাই বাচ্চুর সংশ্লিষ্টতা পেয়েছে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ নানা কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের মালিকদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বিশ্বাস ভঙ্গ করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়েছেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
মর্টগেজ জালিয়াতি করে বিভিন্ন প্রতিষ্ঠান বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে ৫৯টি মামলা হয়েছে। এসব মামলা দুদকের পাঁচ জন কর্মকর্তা তদন্ত করেন। তদন্ত শেষে তারা কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাচাইবাছাই শেষে এসব মামলার চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক।
/এমএন
Leave a reply