১৪ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে ভোপালের অগ্নিকাণ্ড

|

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রায় ১৪ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে ভারতের ভোপালের একটি সরকারি বহুতল ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড। এনডিটিভির খবর।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার (১২ জুন) বিকেল ৪টার দিকে সাতপুরা ভবন নামের বহুতল স্থাপনাটির তৃতীয় তলায় আদিবাসী কল্যাণ দফতরের আঞ্চলিক অফিসে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সেখানে থাকা এসি এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে কঠিন হয়ে ওঠে আগুন নেভানো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী। হেলিকপ্টার থেকে পানি ছেটানো হয়।]

স্থানীয় সূত্র জানায়, স্বাস্থ্য বিভাগের অফিসসহ সেখানে অবস্থিত সব সরকারি দফতরের নথিপত্রই আগুনে পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সেই ভবন থেকে সকলকে বের করে নিতে পারার কারণেই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply