চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৩ জুন) সকালে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেন আব্বাস। এটি মাহমুদ আব্বাসের পঞ্চম চীন সফর।

জানা গেছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন মাহমুদ আব্বাস। বৈঠকে ফিলিস্তিনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করবেন দুই নেতা। আলাদা করে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথেও বৈঠকে বসতে পারেন মাহমুদ আব্বাস।

এর আগে, গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, ফিলিস্তিনের নেতা চীনা জনগণের অনেক পুরোনো ও ভালো একজন বন্ধু। চীন সব সময়ই ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনিদের সমস্ত বৈধ জাতীয় অধিকারের প্রতিও সমর্থন আছে বেইজিংয়ের।

প্রসঙ্গত, এমন এক সমসে মাহমুদ আব্বাস এ সফর করছেন যখন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় নিজের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে বেইজিং। গত মার্চে ইরান-সৌদি আরবের সম্পর্ক পুনস্থাপনের চুক্তি হয়েছে চীনের মধ্যস্থতায়। ফলে স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে ভূমিকা ও প্রভাব বেড়েছে চীনের। আর এতেই চ্যালেঞ্জের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের অবস্থান ও প্রভাব।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply