স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন মিয়া (২২) নারায়ণগঞ্জের সদরথানার শ্রী কৃষ্ণের ছেলে।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ি থানায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে দুই বছর ধরে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল নয়ন। সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এহিয়াতুজ্জামান মিয়া জানান, গত রাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ নিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজেড/
Leave a reply