Site icon Jamuna Television

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম

আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। পিঠের ব্যথার কারণে মিরপুর টেস্টে খেলা হচ্ছে না ওয়ানডে অধিনায়কের।

মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে তামিমের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।

জানা যায়, পিঠের পুরানো ব্যথা ফিরে আসায় দুদিন বিরতি দিয়ে গত রোববার টেস্ট দলের অনুশীলনে ফেরেন তামিম। কিন্তু অস্বস্তি আড়াল করতে পারেননি তিনি। ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই কোমরে হাত দিতে দেখা যাচ্ছিল তাকে। বাংলাদেশের গতকাল সোমবারের অনুশীলন বাতিল হয় বৃষ্টিতে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আগামীকাল বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। চোটের কারণে আরও একটি টেস্ট খেলা হচ্ছে না অভিজ্ঞ এই ওপেনারের। তার পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে।

ইউএইচ/

Exit mobile version