আলেহান্দ্রো গারনাচো বিশ্বাসই করতে পারছেন না যে তিনি এখন মেসির সতীর্থ বা মেসি তার সতীর্থ! সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মেসির সতীর্থ হওয়া প্রসঙ্গে গারনাচো বলেন, এটা অবিশ্বাস্য। এটা সত্য না! খবর গোলডটকমের।
সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন গারনাচো। তিনি বলেন, যাকে সব সময় টিভিতে দেখে এসেছি সে এখন আমার সতীর্থ! এটা অবিশ্বাস্য, এটা সত্য নয়!
জন্মসূত্রে গারনাচোর বাবা আলেক্স স্পেনের নাগরিক আর তার মা প্যাট্রিসিয়া আর্জেন্টাইন। মা-বাবা দুজনকেই খুশি রাখতে গারনাচো বয়সভিত্তিক পর্যায়ে উভয় দেশের হয়ে খেলেছেনও। কিন্তু, জাতীয় দল হিসেবে স্পেন ও আর্জেন্টিনা দুটিকেই একসাথে বেছে নেয়ার কোনো সুযোগ নেই তার। অবশ্য সে সুযোগ চাইছেনও না তিনি। কারণ, বাবা জাতে স্প্যানিশ হলেও গারনাচো মনেপ্রাণে একজন আর্জেন্টাইন।
বাবা-মায়ের সুবাদে স্পেন-আর্জেন্টিনা উভয় দেশের নাগরিকত্বই আছে গারনাচোর। ফিফার নিয়ম অনুসারে, দ্বৈত নাগরিক ফুটবলাররা চাইলে দল পরিবর্তন করতে পারেন। তবে যে দলটি পরিবর্তন করবেন, সে দলের হয়ে তিন ম্যাচের বেশি খেলতে পারবেন না। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখনো মাঠে না নামা গারনাচোর তাই দল পরিবর্তন করে স্পেনের হয়ে খেলার সুযোগটা এখনও বেশ ভালোভাবেই আছে তার।
এ প্রসঙ্গে গারনাচো বলেন, আমি একজন আর্জেন্টাইন। আমি আর্জেন্টিনার হয়ে এশিয়া সফরের স্কোয়াডে আছি। এখানে যদি আমার অভিষেক না-ও হয় কিছুই যায় আসে না। আমি নিশ্চিত যে, আমি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকতে চাই এবং শেষ পর্যন্ত এটাই হবে। আমি আর্জেন্টিনার হয়েই আমার ক্যারিয়ার গড়তে চাই। কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অংশ হতে চাই আমি।
প্রসঙ্গত, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন গারনাচো। সম্প্রতি তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে রেড ডেভিলদের হয়ে ৩৭ ম্যাচ খেলা গারনাচো করেছেন ৬টি গোল, আর অ্যাসিস্ট করেছেন ৬টি। তবে মৌসুমটা আরও ভালো হতে পারতো তার। কিন্তু, চোটের কারণে মৌসুমের বেশ অনেকটা সময়ই তিনি গায়ে চড়াতে পারেননি জার্সি। আর, এ চোটের কারণেই এখনও আর্জেন্টিনার হয়েও খেলা হয়নি গারনাচোর। আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও খেলার কথা ছিল এ উইঙ্গারের। তবে ম্যানইউয়ের কোচ টেন হাগের আপত্তিতে খেলা হয়নি তার।
এ প্রসঙ্গে গারনাচো বলেন, আমি এ ব্যাপারে কোচের সঙ্গে কথা বলেছি। আমাকে খেলতে দেয়ার জন্য অনুরোধও করেছিলাম। কিন্তু, সে বলেছে যে, এটা সম্ভব না। এরপরও আমি টিভির দিকে তাকিয়ে ছিলাম।
/এসএইচ
Leave a reply