ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

|

ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের (১৩ জুন) শুনানিতে ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রীয় নথি গোপনের অভিযোগও ‘ভিত্তিহীন’ আখ্যা দেয় তার আইনজীবী। খবর রয়টার্সের।

ভক্ত-সমর্থকদের বিক্ষোভের মধ্যেই এদিন মায়ামির আদালতে উপস্থিত হন তিনি। সেখানে হাজিরা খাতায় সই করেন; লিপিবদ্ধ করেন আঙ্গুলের ছাপ। তবে, এই দফায় অপরাধীদের মতো মাগশট নেয়া হয়নি সাবেক প্রেসিডেন্টের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তার আইনজীবী ৩৭টি অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেন। দোষী সাব্যস্ত হলে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ন্যুনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

শুনানি শেষে জনপ্রিয় একটি কিউবান ক্যাফেতে ভক্ত-সমর্থকদের সময় দেন ট্রাম্প। এরপরই নিউজার্সির উদ্দেশে রওনা হন সাবেক প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট; যে ক্ষমতা ছাড়ার পর দু’বার আদালতের মুখোমুখি হলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply