ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে: মেয়র তাপস

|

ফাইল ছবি।

সময়োপযোগী পদক্ষেপের কারণেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ শতাংশ থেকে ১০ ভাগে নেমে এসেছে। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ জুন) সকালে রাজধানীর বংশাল এলাকার সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

তাপস বলেন, আগে বর্ষা মৌসুমে বড় দুশ্চিন্তা ছিল জলাবদ্ধতা নিয়ে। ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেতো। মনে হতো বন্যা হয়ে গেছে। ১৩৬টি স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। যার ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় ৬০টির বেশি বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে ৭৫টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করা হবে। এ সময় সামসাবাদ খেলার মাঠের হাঁটার পথ সংলগ্ন জায়গায় একটি পলাশ গাছের চারা রোপণ করেন মেয়র তাপস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply