ইরানের সাথে যে কোনো ধরনের পরমাণু চুক্তির খবরই ভুয়া। মঙ্গলবার (১৩ জুন) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিশ্চিত করেন এ তথ্য। বলেন, ইরান যাতে পরমাণু শক্তিধর না হতে পারে সেটি নিশ্চিতে বদ্ধ পরিকর বাইডেন প্রশাসন। খবর রয়টার্সের।
ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বার্তা ইরানকে দিতেই পারি। তবে বর্তমান প্রশাসন শুরু থেকেই স্পষ্ট করেছে, তেহরান পরমাণু শক্তি অর্জন করতে পারে এমন কোনো সুযোগই আলোচনার টেবিলে রাখা হবে না। তাই চুক্তির খবরের ভিত্তি নেই।
সম্প্রতি ওয়াশিংটন-তেহরান পরমাণু চুক্তির তথ্য প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে।
এটিএম/
Leave a reply