নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের স্যাংশন আর ভিসানীতি সরকার হঠানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর ইউরোপীয় ইউনিয়নের ৬ সংসদ সদস্যের বিবৃতি ভুলে ভরা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার (১৪ জুন) বিকেলে বাজেট অধিবেশনের আলোচনায় এসব কথা বলেন তারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
রাশেদ খান মেনন বলেন, বাজেটে চলমান সংকট নিয়ে কিছুই বলা হয়নি। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য ভুলনীতিকে দায়ী করেন তিনি। প্রকাশ্যে জামায়াতকে সমাবেশ করতে দেয়ারও সমালোচনা করেন রাশেদ খান। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই জাতীয় নির্বাচন হবে বলেও ঘোষণা দেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, জাতিসংঘের নেতৃত্বে তদন্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের বিবৃতির কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
ইউএইচ/
Leave a reply