কুষ্টিয়া করেসপন্ডেন্ট:
দয়রামপুর, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি গ্রাম। অধিকাংশ বাসিন্দার দিন শুরু হয় দুধ সংগ্রহের ব্যস্ততা দিয়ে। এরপর দিনভর চলে ছানা, ঘি ও মাখন তৈরির কাজ। দয়রামপুর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চোখে পড়বে এমন দৃশ্য।
ওই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আছে উন্নত জাতের গরু। তাই এ গ্রামে লিটার প্রতি দুধ বিক্রি হচ্ছে মাত্র ৬০ টাকায়। দুধ ও দুগ্ধ জাতীয় পণ্য বিক্রি করেই স্বচ্ছলতার মুখ দেখেছেন এ গ্রামের মানুষ। তাই ‘দুধ গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে দয়রামপুর। এমনকি রাজধানীসহ সারাদেশে সরবরাহ হচ্ছে এই গ্রামের দুগ্ধজাত পণ্য।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
খামারিরা অভিযোগ করেন, ন্যায্যমূল্য না পাওয়ায়। এতে ক্ষতির মুখ দেখছেন অনেকেই। সাথে বিপনন প্রক্রিয়া নিয়েও পড়তে হয় বিপত্তিতে।
খামারীদের পাশে থাকার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। একই আশ্বাস দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তাও।
কুষ্টিয়ার জগন্নাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বলেন, সাধারণ লোকের যাতে আরও উন্নতি হয়, এজন্য যা যা করা সম্ভব তা করবো।
কুমারখালীর প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম বলেন, দুধের প্রকৃত দাম যাতে পেতে পারে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, তারা আগামীতে ন্যায্যমূল্য পাবে।
উল্লেখ্য, কুষ্টিয়ার দয়রামপুর গ্রামে ছোট-বড় মিলিয়ে শতাধিক খামার রয়েছে।
/এমএন
Leave a reply