নতুন বলে তাসের ঘরের মতো ভেঙে পড়লো টাইগাররা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিংলাইন। নতুন বলে আফগান পেসাররা আগ্রাসী হয়ে উঠলে দ্বিতীয় দিনে মাত্র ২০ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা। স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৩৮২ রানে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মেঘলা আকাশ সঙ্গে নিয়ে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামে আফগানিস্তান ও বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ ও মুশফিক শুরু করে দ্বিতীয় দিনের খেলা।

দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল পায় আফগানিস্তান। ৮১তম ওভারের প্রথম বলে চার মারেন মেহেদী হাসান মিরাজ। পরের বলে রান শূন্য থাকে টাইগাররা। এরপর নতুন বল নেয় সফরকারীরা।

নতুন বল হাতে নিয়েই সাফল্যের দেখা পায় আফগানিস্তান। দিনের চতুর্থ ওভারে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটার মিরাজ। আফগান পেসার ইয়ামিন আহমেদজাইয়ের ফুল ডেলিভারিতে গালিতে ক্যাচ হয়ে ফেরেন মিরাজ। দলীয় ৩৭৩ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। মাত্র দুই রানের জন্য মিস করেন ফিফটি।

ছবি: সংগৃহীত

মিরাজ ফেরার মাত্র ৪ বলের ব্যবধান ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মুশফিক। দিনের পঞ্চম ওভারে আফগান পেসার নিজাত মাসুদের লাফিয়ে ওঠা ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন মিস্টার ডিপেন্ডেবল। এই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৭ রান। মুশফিকও মাত্র ৩ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি মিস করেন।

মুশফিকের বিদায়ের পর শূন্য রানে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। খাটো লেন্থের শরীর তাক করে বল তুলেছিলেন নিজাত। লেগে খেলতে গিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা আবদুল মালিককে ক্যাচ দেন তাইজুল। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেন এই স্পিনার।

আসা যাওয়ার মিছিলে এরপর যোগ দেন পেসার তাসকিন আহমেদ। মাত্র ২ রান করে আহমেদজাইয়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্যাভিলিয়নে ফেরার মিছিলে শেষ ব্যাটার হিসেবে যোগ দেন আরেক পেসার শরিফুল ইসলাম। নিজাত মাসুদের গুড লেন্থের বলে বোল্ড আউট হলে ৩৮২ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। শেষ ৯ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় বাকি পাঁচ উইকেট।

আফগানদের হয়ে নিজাত মাসুদ নেন ৫ উইকেট। এছাড়াও ইয়ামিন আহমেদজাই নেন ২ উইকেট এবং জহির খান, রহমত শাহ, আমির হামজা ১টি করে উইকেট নেন।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply