ফিলিস্তিনের জাতীয় অধিকার রক্ষায় পাশে থাকবে চীন। বুধবার (১৫ জুন) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বেইজিংয়ে অবস্থান করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আরব এই নেতাকে ‘গার্ড অব অনার’ দেয়ার পাশাপাশি তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই, গণমাধ্যমের সামনে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধাণে ৩টি প্রস্তাব দেন চীনের রাষ্ট্রপ্রধান।
শি জিনপিং বলেন, চীন ও ফিলিস্তিন বরাবরই বিশ্বস্ত মিত্র এবং পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ। গত এক শতাব্দীতে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বেই অনেক পরিবর্তন এসেছে। তবে, দুই রাষ্ট্র ভিত্তিক প্রস্তাবনাসহ ফিলিস্তিনের অন্যান্য ইস্যুতে এখনও চীনের অবস্থান অটল। আমরা ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সুষ্ঠু এবং টেকসই সমাধান চাই। আজ আমি দু’দেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিচ্ছি। যা, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
আর, চীনের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, চীনের ওপর ফিলিস্তিনিদের পূর্ণ আস্থা রয়েছে।
/এসএইচ
Leave a reply