কেনিয়ার পূর্বাঞ্চলে বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। সোমালিয়ার সীমান্তবর্তী অঞ্চল গারিসা কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
কর্তৃপক্ষ জানিয়েছে, গেলো মঙ্গলবার (১৩ জুন) বিস্ফোরক দিয়ে ধ্বংস পুলিশের একটি গাড়ি করা হয়। শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা পুলিশ সদস্যরা। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে সন্দেহ করা হচ্ছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
অঞ্চলটিতে ১৫ বছর ধরে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে আল কায়েদার সাথে সম্পৃক্ত গোষ্ঠী আল শাবাব। অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের হামলা চালায় তারা। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা গোষ্ঠীটির সাথে লড়াইয়ে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে।
/এমএন

