মাঠে খেলার পাশাপাশি ক্লাবগুলো আলোচনায় থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। দলের অনুশীলন থেকে শুরু করে যেকোনো বিবৃতি প্রদানেও সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে দলগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ অনুসারী নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
খেলোয়াড়দের জনপ্রিয়তায় ভর করে ক্লাবগুলোর অনুসারীর সংখ্যা বেড়ে যাওয়ার উদাহরণও আছে অনেক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনুসারীদের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। শুধু ইনস্টাগ্রামে এক সপ্তাহে অনুসারীর সংখ্যা বেড়েছে ৭০ লাখ। ঘোষণার আগে যা ছিল ১০ লাখের কাছাকাছি।খেলোয়াড়ের জনপ্রিয়তায় ভর করে এভাবে ক্লাবের অনুসারী বেড়ে যাওয়ার উদাহরণও রয়েছে অনেক।
সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীর দুটি ক্লাবই স্পেনের। ৩৬ কোটি ৩০ লাখ অনুসারী নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩৪ কোটি ২০ লাখ নিয়ে দ্বিতীয় বার্সেলোনা। এরপরই আছে ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, য়্যুভেন্তাস, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক ক্যাটাগরিতে প্রায় ১১ কোটি ৭০ লাখ অনুসারী নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫০ লাখ কম অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। টুইটারে আবার চিরপ্রতিদ্বন্দ্বী গ্যালাক্টিকোদের পেছনে ফেলেছে কাতালান ক্লাবটি। প্রায় ৮ কোটি ২৮ লাখ অনুসারী নিয়ে শীর্ষে আছে বার্সা।
ইনস্টাগ্রামে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। প্রায় ১৩ কোটি ৫০ লাখ অনুসারী রয়েছে তাদের। আর ১১ কোটি ৯০ লাখ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতালান ক্লাবটি।
আরআইএম/ইউএইচ/
Leave a reply