শক্তিশালী টর্নেডোয় লণ্ডভণ্ড টেক্সাস-জর্জিয়ার দক্ষিণাঞ্চল, সতর্কতা জারি

|

শক্তিশালী টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও জর্জিয়ার একাধিক অঞ্চল। ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবনসহ বেশ কিছু স্থাপনাও। তবে এতে কোনো হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। খবর সংবাদ সংস্থা এপির।

বুধবার (১৪ জুন) টেক্সাস ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আঘাত হানে টর্নেডো। হাওয়ার দাপটে রাস্তায় উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচলও। রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা।

এরই মধ্যে দক্ষিণ-পূর্ব আলাবামা এবং দক্ষিণ-পশ্চিম জর্জিয়াতে টর্নেডো সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। আশঙ্কা করা হচ্ছে, প্রবল বাতাসের সাথে শিলাবৃষ্টিও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

কিছুদিন বৈরি আবহাওয়া বহাল থাকবে এমন পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply