Site icon Jamuna Television

পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু

ভোলা প্রতিনিধি:

ভোলায় চায়ের জন্য পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে দুলারহাট বাজারের কাপুর পট্টিতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার এলাকার নীলকমল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরযমুনা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে ও দুলারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, মনির হোসেন দীর্ঘদিন ধরে দুলারহাট বাজারের কাপুর পট্টিতে চায়ের দোকান করেন। আজ দুপুরের দিকে তার দোকানে চায়ের জন্য পানি গরম করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএইচ/

Exit mobile version