Site icon Jamuna Television

সেঞ্চুরির অপেক্ষায় মুমিনুল, ৬০০ ছাড়ালো বাংলাদেশের লিড

ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত’র রেকর্ড গড়া সেঞ্চুরির পর মিরপুর টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখাচ্ছেন মুমিনুল হক ও অধিনায়ক লিটন দাস। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে চা বিরতিতে যান মুমিনুল। লিটন দাসও আছেন ফিফটির খুব কাছে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের লিড এখন ৬১৪ রানের।

আগের দিন এক উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশকে নতুন দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা ভালোভাবেই করছিলেন শান্ত-জাকির। তবে জাকিরের তুলনায় শান্ত একটু বাড়তি আক্রমণাত্মকভাবেই রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে।

দলকে দেড়শোর ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে শান্ত হাঁটতে থাকেন সেঞ্চুরির পথেও। কিন্তু নব্বইয়ের ঘরে ঘিরে তিনি সঙ্গীকে হারিয়ে ফেলেন। রান আউটে কপাল পোড়ে জাকিরের। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে তাকে। ৭১ রানে আউট হন তিনি।

ছবি: সংগৃহীত

সঙ্গী রান আউটে বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে নিজের মাইলফলকের দিকে হাঁটতে থাকেন শান্ত। রহমত শাহ’র ওভারে পায়ের কাছে পাওয়া বল হালকা করে খেলে সিঙ্গেল নিয়ে এই ক্রিকেটার পৌঁছে যান আরও একটি সেঞ্চুরিতে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি।

ছবি: সংগৃহীত

এর আগে বাংলাদেশের পক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকানোর কীর্তিটি ছিল শুধু মুমিনুল হকের। ক্রিকেট ইতিহাসের ৯১তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন শান্তর। এরপর ১২২ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে বেশি কিছু করতে পারেননি শান্ত। তিনি আউট হন ১২৪ রানে জহির খানের বলে আব্দুল মালিককে ক্যাচ দিয়ে। এরপর অতি আক্রমণাত্মক হতে গিয়ে জহির খানের দ্বিতীয় শিকার হয়েছেন মুশফিক। এরপর লিটন দাসকে নিয়ে ৬৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।

লিটনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল। ৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে বাংলাদেশ। মুমিনুল হক অপরাজিত আছেন ৯৫ রানে। অধিনায়ক লিটন দাস ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৪৭ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন।

/আরআইএম 

Exit mobile version