স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা :
নেত্রকোণার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া গৃহবধূ হেনা আক্তার (২৩) বারহাট্টা গ্যাংকোয়ার্টারের বাসিন্দা ওমর ফারুকের (৩২) স্ত্রী।
শুক্রবার (১৬ জুন) ভোরে বারহাট্টা রেলস্টেশনের পশ্চিম পার্শ্বে গ্যাংকোয়ার্টার মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেল স্টেশনে থামে। এ সময় ওই স্টেশনে নামা যাত্রীরা রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন। পড়ে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়িকে অবহিত করে। ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া হেনার স্বামী ওমর ফারুক বলেন, প্রতিদিনের মতো গতরাতেও আমরা একসাথে ঘুমিয়ে পড়ি। রেললাইনের পাশেই আমাদের বাসা। হইচই শুনে আম্মা বাসা থেকে বেরিয়ে গিয়ে রেল লাইনের ওপর হেনার মরদেহ দেখতে পান এবং ফিরে গিয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। আমাদের চার বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না। কীভাবে এই ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বলেন, আমরা নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply