উত্তর কোরিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

|

জাপানের জলসীমায় মিসাইল নিক্ষেপের জেরে এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচির সাথে জড়িত দুই কোরীয় নাগরিকের বিরুদ্ধে আরোপ করা হয়েছে এ নিষেধাজ্ঞা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র দফতর।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে মিলিতভাবে উত্তর কোরিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। তাদের পরমাণু কর্মসূচি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এর সাথে জড়িত উত্তর কোরিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply