পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা, নিহত ৩

|

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩ জন নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।

মূলত উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় মনোনয়ন জমা দেয়ার সময় বাম ও কংগ্রেস নেতাদের ওপর হামলা হয়। এতে নিহত হন একজন। অন্যদিকে ভাঙর এলাকায় এক তৃণমূলকর্মীসহ দুজন নিহত হয়েছেন।

এ ছাড়াও সহিংসতা হয়েছে হাওড়া, হুগলি, ভাঙ্গর, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায়। সহিংসতার জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বাম দলগুলো। এমন পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply