শান্তর অশান্ত ব্যাটে রানের স্রোত, বাউন্ডারির রেকর্ড

|

ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর ব্যাট ছুটছে অশান্ত ঘোড়ার মতো। প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকালেন এই টপ অর্ডার ব্যাটার। সেই সাথে এক টেস্টে সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও এখন শান্তর নামে।

জাতীয় দলের রাডারে আসার পর দলের দায়িত্বে যে কোচই ছিলেন, শান্তর ব্যাটিং প্রতিভায় মুগ্ধ ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, স্টিফ রোডস, রাসের ডমিঙ্গো- সবাই। ক্যারিয়ারের শুরুর দিকে সামর্থ্যের সেরাটা দিতে পারছিলেন না রাজশাহীর এই ক্রিকেটার। কিন্তু তার ওপর থেকে আস্থা হারায়নি বিসিবি। সেই শান্ত এখন অদম্য। বিদ্যুৎগতিতে ছুটছে তার ব্যাট।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে কঠিন সময় আর কন্ডিশনে শান্তর ১৪৬ রানের ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ। নাজমুল শান্তর অশান্ত ব্যাট দ্বিতীয় ইনিংসেও চলেছে সজোরে। আফগার বোলারদের শাসন করে ১৩ বাউন্ডারিতে ১১৫ বলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রাজশাহীর এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার দ্বিতীয় কীর্তি এটি। এর আগে সেই কীর্তি গড়া মুমিনুল হক সবার আগে মাঠেই অভিনন্দন জানিয়েছেন শান্তকে।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল। ওয়ানডে আর টেস্ট মিলে সবশেষ চার ইনিংসে তিন সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ফর্মে থাকা শান্ত। আরও একটি রেকর্ড গড়েছেন এই ইনফর্ম ব্যাটার। এক টেস্টে টাইগারদের হয়ে সর্বাধিক চার মারার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ২৩ আর দ্বিতীয়টিতে ১৩টি- মোট ৩৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন নাজমুল শান্ত। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৩টি চার মেরেছিলেন তামিম ইকবাল।

আরও পড়ুন: ২৬ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply