গ্রিস উপকূলে নৌকাডুবি, এখনও নিখোঁজ প্রায় ৫০০

|

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ আছে প্রায় ৫০০ মানুষ। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। খবর সিএনএনের।

শনিবার (১৭ জুন) দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জেরেমি লরেন্স জানান, নিখোঁজদের বড় অংশই নারী ও শিশু। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।

পৃথক আরেক বিবৃতিতে গ্রিস প্রশাসন জানিয়েছে, নৌকাডুবির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এরইমধ্যে এ ঘটনায় ৯ মানব পাচারকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

প্রসঙ্গত, গত সপ্তাহে লিবিয়ার তবরুক বন্দর থেকে যাত্রা করেছিল মাছ ধরার ওই নৌযানটি। বুধবার (১৪ জুন) গ্রিসের পাইলোস উপকূলে ডুবে যায় নৌকাটি। দুর্ঘটনার পর থেকে চালানো উদ্ধার অভিযানে এ পর্যন্ত সন্ধান মিলেছে ৭৯টি মরদেহের। আর জীবিত উদ্ধার হয়েছেন ১০৪ অভিবাসনপ্রার্থী। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে আপাতত বিভিন্ন শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে তাদের। এ ঘটনায় ৩ দিনের জাতীয় শোক পালন করা হয় গ্রিসে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply