দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, বিবেকের তাড়নায় একসাথে পরিশোধ করলেন ব্যবসায়ী

|

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী মো. মুসা (৩৫)। ব্যবসা করেন চট্টগ্রামের হাটহাজারীতে। ব্যবসার কাজে কখনও বাসে, কখনও ট্রেনে যাতায়াত করেন তিনি। অনেক সময় বিনা টিকিটে ট্রেনে চেপে চট্টগ্রামে এসেছেন ব্যবসায়ী। তবে এবার বিবেকের তাড়নায় বকেয়া সব টাকা একসঙ্গে পরিশোধ করেছেন মুসা।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে চট্টগ্রাম রেলস্টেশনে যান মো. মুসা। সেখানে স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুনকে সাথে নিয়ে প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে ভাড়া বাবদ সাড়ে তিন হাজার টাকা পরিশোধ করেন তিনি।

প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসেন ব্যবসায়ী মুসা। পরে আমি তাকে প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে গেলে তিনি ৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply