পার্লামেন্ট থেকে পদত্যাগের পর সাংবাদিকতায় যোগ দিলেন বরিস জনসন

|

ছবি: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

পার্লামেন্ট থেকে পদত্যাগের পরই সাংবাদিকতায় যোগ দিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির অন্যতম গণমাধ্যম ডেইলি মেইলে কলামিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খবর বিবিসির।

ব্যবসা বিষয়ে সবচেয়ে বুদ্ধিমান, মৌলিক ও খ্যাতিমান লেখকদের একজন বরিস। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার দুর্দান্ত অভিষেক অবতারণা হবে, যেখানে থাকছে চমক। এখন থেকে প্রতি শনিবার তার কলাম প্রকাশিত হবে ডেইলি মেইলে।

ব্রিটেনের সবচেয়ে সমালোচিত প্রধানমন্ত্রীদের একজন বরিস জনসন। গত ৯ জুন এক বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। এর আগে, পার্টিগেইট কেলেঙ্কারির কারণে গেল বছর প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হয়েছিল তাকে।

জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়েই। টাইমস পত্রিকা তাকে বহিষ্কারও করেছিল। ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply