ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

|

নিহত শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহীন (২০) ও তানজিল (২৬) নামে আরও দুই যুবক। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামে। শুক্রবার (১৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাহাঙ্গীর হোসেনের। তিনি উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। নিহত জাহাঙ্গীর হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটির বিবিএ’র শেষ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, গত ২৮ মে উরুলিয়া গ্রামে পার্শ্ববর্তী দুই গ্রাম উরুলিয়া ও মির্জাপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরের সঙ্গে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের ফুটবল খেলোয়াড় ও তাদের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার ১৪ দিন পর ১১ জুন বিকালে চালাকচর বাজার সংলগ্ন চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ৮-১০ জন মিলে জাহাঙ্গীর হোসেন ও তার দুই বন্ধু শাহীন ও তানজীলকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ঘটনার ৫দিন পর শুক্রবার রাতে মারা যান জাহাঙ্গীর।

এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পর থানায় একটি মারপিটের অভিযোগ করা হয়েছিল। এটি এখন হত্যা মামলায় পরিণত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply