সুইজারল্যান্ডে পাহাড় ধস, কয়েক লাখ টন পাথরে ঢাকা পড়ছে গ্রাম

|

পাহাড় থেকে ধসে পড়ছে লাখ লাখ টন পাথর। সুইজারল্যান্ডের ওবেরল্যান্ড প্রদেশে ঘটেছে এ ঘটনা। এতে বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অবশ্য এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। খবর গার্ডিয়ানের।

কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরেই পাথর ধস হচ্ছে ব্রিনজ নামের ছোট্ট গ্রামটিতে। পাহাড়ের পাদদেশ ছাড়িয়ে রাস্তাঘাট ছেয়ে গেছে পাথরে। তবে কোনো বাড়ির এখনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটেনি প্রাণহানির ঘটনাও।

গ্রামটিতে বসবাসরত ৭০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে এরই মধ্যে। এখনও পর্যন্ত ২০ লাখ কিউবিক মিটার পাথর খসে পড়েছে বলে জানা গেছে। এর আগে গত মে মাসে ব্যাপক পাথর ধসের পূর্বাভাস দিয়েছিলেন ভূতাত্ত্বিকরা। সেই পূর্বাভাসই সত্যি প্রমাণিত হলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply