‘বিদেশি কর্মজীবীরা বছরে ৭ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন’

|

দক্ষ জনবল তৈরি করতে না পারায় বিপুল সংখ্যক বিদেশি দেশের শিল্প খাতে কাজ করছে। এর ফলে বছরে অন্তত ৭ বিলিয়ন ডলার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।

শনিবার (১৭ জুন) বাংলাদেশ ইকোনোমিক অলিম্পিয়াডের অনুষ্ঠানে এ তথ্য জানান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। আরও বলেন, দেশে কাজের সুযোগ থাকলেও দক্ষতার অভাবে কাজে লাগানো যাচ্ছে না। আবার অনেক দক্ষ কর্মীকে ধরে রাখা যাচ্ছে না, তারা বিদেশে পাড়ি জমাচ্ছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এতে বক্তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক সবার লক্ষ্য জিপিএ ফাইভ প্রাপ্তি। কিন্ত প্রকৃত জ্ঞান অর্জনে মনোনিবেশ করা প্রয়োজন। তা না হলে দক্ষ জনবল তৈরি হবে না। এ জন্য শিক্ষানীতির সঠিক বাস্তবায়ন হওয়া দরকার বলেও মনে করেন তারা। স্বাধীনতার লক্ষ্য অর্জনে অর্থনীতিবিদদেরই এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply