৪৯ ইঞ্চি বাঁকানো গেমিং মনিটর বাজারে আনছে স্যামসাং

|

নতুন এক গেমিং মনিটর বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট কোম্পানি স্যামসাং। অডেসা ওএলএইডি জি৯ মনিটরটি স্যামসাংয়ের অন্যতম ব্যায়বহুল একটি মনিটর। যা গেমার জন্য হতে পারে নতুন আকর্ষণ। সূত্র: টেক স্পট।

৪৯ ইঞ্চির বাঁকানো পর্দার মনিটরটির রেজোলিউশন, ৫১২০X১৪৪০ এবং আসপেক্ট রেশিও ৩২ঃ৯ পর্যন্ত সমর্থন করবে। এছাড়া মনিটরটিতে ২৪০ গিগা হার্টস রিফ্রেশ রেট রয়েছে। এটি টেলিভিশনের আদলে হলেও স্ট্যান্ড রয়েছে। ফলে খুব সহজেই স্থানান্তর করা সম্ভব হবে।

স্যামসাং বলছে, মনিটরটিতে ব্যবহার করা হয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি। এর ফলে সাধারণ ওএলিডি মনিটরের তুলনায় কালো রং আরও নিখুঁতভাবে প্রদর্শিত হবে পর্দায়। এছাড়া কোম্পানিটি আরও বলছে, মনিটরটিতে ব্যবহার করা হয়েছে নিও কোয়ান্টাম প্রোসেসর প্রো। যা স্বয়ংক্রিয়ভাবে ছবিকে পর্যবেক্ষণ করে ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে।

মনিটরটির দাম ধরা হয়েছে ২ হাজার ২০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় হিসেব করলে আসে ২ লাখ ৩৭ হাজার ছয়শ টাকা। ডলারের দাম ১০৮ টাকা করে ধরে। ইতোমধ্যেই স্যামসাং এর অগ্রিম অর্ডার নেয়া শুরু করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply