ইউক্রেনে যুদ্ধ থামাতে হবে, আর তা কূটনৈতিক পথেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়েই একথা বলেন তিনি। খবর বিবিসির।
মূলত, শনিবার (১৭ জুন) শান্তির বার্তা নিয়ে রাশিয়া সফরে যান আফ্রিকার ৭ দেশের নেতারা। পুতিনের সাথে বৈঠক করেন দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, মিসর, জাম্বিয়া, উগান্ডা, কোমোরো আইল্যান্ডস ও কঙ্গোর প্রতিনিধিরা। এই বৈঠকেই যুদ্ধ সমাপ্তির আহ্বান জানান সিরিল রামফোসা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে দ্বিপাক্ষিক বৈঠকও হয় পুতিনের। মস্কো ও কিয়েভের প্রতি যুদ্ধবন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানান রামফোসা। এর আগে শুক্রবার কিয়েভ সফরে যান আফ্রিকান নেতারা। যুদ্ধ বন্ধে ১০ দফা প্রস্তাব তুলে ধরেন তারা।
এদিকে, সেন্ট পিটার্সবার্গের আলোচনায় পুতিন দাবি করেন, ইউক্রেনে রুশ সামরিক বাহিনী পাঠানোর বহু আগে থেকেই সংঘাত শুরু করেছে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা। সংকট সমাধানে গঠনমূলক আলোচনায় রাজি বলেও জানান তিনি। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, ইউক্রেনের দখলকৃত এলাকা না ছাড়লে রাশিয়ার সাথে কোনো আলোচনা নয়।
এসজেড/
Leave a reply