জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ৯টায় শুরু হয় এ ভর্তি পরীক্ষা।

এদিন প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ), দ্বিতীয় শিফটে সি-১ ইউনিট ও শেষ ৪ শিফটে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন আবেদন করেছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী রয়েছে।

ভর্তি পরীক্ষা চলবে আগামী ২২ জুন পর্যন্ত। তবে সি-১ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হবে।

এএআর/





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply