Site icon Jamuna Television

রেললাইন প্রকল্প নিয়ে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত

একটি রেললাইন প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা। দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। খবর রয়টার্সের।

শনিবার (১৭ জুন) প্রায় ৪ হাজার মানুষ যোগ দেয় প্রতিবাদ সমাবেশে। হাইওয়ে অবরোধ করে মিছিল করে তারা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কেউ কেউ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। ছড়ায় সহিংসতা।

ফ্রান্সের লিও থেকে ইতালির তুরিন পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে দু’দেশ। ২৭০ কিলোমিটার দৈর্ঘ্যের রেললাইনের জন্য আল্পস পর্বতের মধ্য দিয়ে তৈরি করতে হবে ৫৮ কিলোমিটার দীর্ঘ টানেল। রেল প্রকল্পের বিরোধিতাকারীদের দাবি, এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ।

এটিএম/

Exit mobile version