জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান বাবু’সহ কিলিং মিশনে অংশ নেয়া ৪ জনকে আদালতে তোলা হয়েছে।
এরআগে, রোববার (১৭ জুন) ভোররাতে ঢাকা থেকে জামালপুরে নেয়া হয় তাদের। বাবুসহ বাকি তিনজন হলেন- মনির, জাকির ও রেজাউল। গতকাল র্যাবের অভিযানে গ্রেফতার হয় তারা।
এরআগে, ৯ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজীর আহমেদের আদালতে তাদের হাজির করে পুলিশ। জানায় ৫ দিনের রিমান্ড আবেদন। তবে বিচারক ৪ জনকে ৪ দিন এবং ৫ জনকে ৩ করে রিমান্ড মঞ্জুর করেন। সন্ত্রাসী হামলার একদিন পর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম।
র্যাব জানিয়েছে, সংবাদ প্রকাশের ক্ষোভ থেকেই হত্যা করা হয়েছে তাকে।
এটিএম/
Leave a reply