সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবু চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

|

ছবি: সংগৃহীত

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জামালপুরের একটি আদালত। অপর ১২ আসামির মধ্যে ৬ আসামির ৪ দিন ও ৬ আসামির ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে প্রধান আসামিকে হাজির করে পুলিশ। এ মামলায় এজাহারে নাম উল্লেখ করা আসামি ২২ জন। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও ২৫ জন। এরমধ্যে গ্রেফতার হয়েছে ১৩ আসামি। এর মাঝে ৫ জন হলো এজাহার নামীয়, বাকিরা অজ্ঞাত হিসেবে।

আদালতে এখন পর্যন্ত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জনকে হাজির করা হয়েছে। অপর ১২ আসামির ছয়জনকে ৪ দিন ও বাকি ছয় আসামির ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। এর আগে, রোববার ভোররাতে ঢাকা থেকে জামালপুরে নেয়া হয় তাদের। সন্ত্রাসী হামলার একদিন পর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply