ফিলিপাইনের সমুদ্রে ১২০ আরোহীকে বহনকারী একটি ফেরি পড়লো অগ্নিকাণ্ডের কবলে। রোববার (১৮ জুন) ঐ দুর্ঘটনায় এখনও কোনো হতাহতের খবর মেলেনি। চলছে উদ্ধারকাজ। খবর এপির।
দেশটির কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ে এমভি এসপেরেনজা স্টার। সিকুইজর প্রদেশ থেকে বোহোলের দিকে যাচ্ছিলো নৌযানটি। পথে আগুন ছড়িয়ে পড়ে বিশাল অংশে। সেটি নেভাতে মোতায়েন করা হয় কোস্টগার্ডের একটি জাহাজকে। স্থানীয়দের নৌকাও অংশ নেয় উদ্ধার তৎপরতায়। অবশ্য কীভাবে হলো এই দুর্ঘটনা, তা এখনো অনিশ্চিত।
জাহাজ মালিক সমিতির তথ্য অনুসারে, নৌযানটিতে ৬৫ যাত্রীর পাশাপাশি সফর করছিলেন ৫৫ ক্রু। গেলো মার্চেই বাসিলান এলাকার সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় একটি জাহাজ। ঐ ঘটনায় ৩১ আরোহী প্রাণ হারান।
এটিএম/
Leave a reply