ভারি বৃষ্টিপাত-বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। ১৩ জেলার ৩৮ হাজারের বেশি বাসিন্দা ভুক্তভোগী বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গেলো কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত দেখছে রাজ্যটি। তাতে বহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়েছে। তাছাড়া ছোট নদীগুলোর পানিও উপচে পড়ছে। তাতে রাজ্যের অন্তত ৭৭টি গ্রাম প্লাবিত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাখিসপুর জেলা। সেখানে দুর্যোগে ভুক্তভোগী সাড়ে ২৩ হাজারের বেশি অধিবাসী।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এছাড়া দিব্রুগড়-দারাং-বিশ্বনাথ ও ধেমাজি এলাকায় আশঙ্কাজনক হারে পানি বেড়েছে। প্রশাসনের দাবি, ৫১৮ একরের বেশি আবাদযোগ্য জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে ভূমিধসও। গেলো বছর কয়েক দফা বন্যায় আসামে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হন ৮৮ লাখের বেশি মানুষ।
/এমএন
Leave a reply