ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনের তাণ্ডবে প্রাণহানি ১১

|

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৫ জন অধিবাসী। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কারা শহরটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমী ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষায় উপকূল থেকে সরানো হয় ৮ হাজারের বেশি মানুষকে। তাদেরকে রাখা হয়েছে স্থানীয় স্টেডিয়ামে বানানো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। বিভিন্ন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঝুঁকি রয়েছে, এমন সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। কারণ নিচু এলাকাগুলোতে বন্যার পানি প্লাবিত হয়েছে।

দুর্গত অঞ্চল থেকে আড়াই হাজারের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। সরকারের তরফ থেকে সাধ্যমতো সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply